চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

হিরো আলমকে হুমকির জিডি তদন্তের নির্দেশ আদালতের

অনলাইন ডেস্ক

২৬ জুলাই, ২০২৩ | ৭:৩১ অপরাহ্ণ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ৭ দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগে করা সাধারণ ডায়েরিটি (জিডি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

 

বুধবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ নির্দেশ দেন।

 

এ দিন সকালে হাতিরঝিল থানা পুলিশ জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। হিরো আলম সকালে আদালতে উপস্থিত হন। এরপর আদালত তদন্তের নির্দেশ প্রদান করেন।

 

গত সোমবার (২৪ জুলাই) রাতে হিরো আলম হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে এই জিডি করেন।

 

জিডিতে হিরো আলম বলেন, সোমবার (২৪ জুলাই) রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী ৭ দিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট