চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হিরো আলমকে নিয়ে বিবৃতি: ১৩ দেশের প্রতিনিধিকে তলব

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২৩ | ১০:৪৪ অপরাহ্ণ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ১৩ দেশের রাষ্ট্রদূত। ওই নিন্দা জানানোর বিষয়ে ১৩টি দেশের প্রতিনিধিদের বুধবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

এর আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে হিরো আলম সংক্রান্ত একটি টুইটের বিষয়ে সরকারের অসন্তুষ্টি জানাতে তলব করা হয়েছিল। এ বিষয়ে একটি সূত্র জানায়, আগামীকাল বুধবার বিকালে ১৩ দেশের প্রতিনিধিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার জন্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ছাড়া যেসব দেশ বিবৃতি দিয়েছিল সেগুলো হলো— কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট