চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সুইডেনে কোরআন অবমাননা : সৌদিতে সুইডিশ কূটনীতিককে তলব

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই, ২০২৩ | ১:০৯ অপরাহ্ণ

সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় এবার সুইডিশ কূটনীতিককে ডেকে জড়িত ব্যক্তির শাস্তি দাবি করেছে সৌদি সরকার।

 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, রিয়াদ একটি প্রতিবাদী বিবৃতি জারি করেছে। সেখানে সুইডিশ কর্তৃপক্ষকে এই অবমাননাকর কাজ বন্ধ করার জন্য দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

 

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, বিষয়টিকে আমরা বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের অনুভূতিকে পরিকল্পিতভাবে আঘাত করা ও বিক্ষোভ উস্কে দেয় এমন কাজ হিসেবে বিবেচনা করছি।

 

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, যেকোন ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক আইন-নীতি লঙ্ঘন করে এমন অসম্মানজনক কাজ বন্ধ করতে অবিলম্বে সুইডেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সৌদি আরব সবসময়ই ধর্মীয় বিদ্বেষকে উৎসাহিত করে এমন সব কাজের বিরুদ্ধে।

 

এর আগে ঈদের দিন স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে ইরাকের এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়ে দেয়। মুসলিম অধ্যুষিত অনেক দেশই ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তির শাস্তি দাবি করেছে। এ ইস্যুতে জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘও। এমন পরিস্থিতির মধ্যেই ওই একই ব্যক্তিকে গত বৃহস্পতিবার আবারও কোরআন পোড়ানোর অনুমতি দেয় সুইডেন পুলিশ।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন