
চট্টগ্রামের আনোয়ারায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) উপজেলার বরুমচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- নবী হোসেনের মেয়ে সেনোয়ারা বেগম (২৭) ও বটতলী ইউনিয়নের বদরুজ্জামান মিয়ার ছেলে নুর হোসেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরুমচড়া এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দু’জনকে আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ