চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

২২ জুলাই, ২০২৩ | ১:৪৮ অপরাহ্ণ

১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১০১ রানের ইনিংস খেলেছিলেন মেহরাব হোসেন অপি। সবধরনের ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির রেকর্ড ছিল সেটি।

 

ঠিক দুই যুগ পর বাংলাদেশের ক্রিকেটে গড়লো আরেকটি রেকর্ড। এবার মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক।

 

শনিবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এ ইতিহাস গড়েন ফারজানা। ১৫৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৬০ বলে ছয় বাউন্ডারিতে ১০৭ রানে থামেন এ ডানহাতি ওপেনার।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক। ফারজানার অনবদ্য সেঞ্চুরি ও শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

 

ফারজানার শতক ছাড়া অপর ওপেনার শামীমা সুলতানা খেলেছেন ৭৮ বলে ৫২ রানের ইনিংস। ভারতের হয়ে স্নেহা রানা ৪৮ রান খরচায় নেন দুই উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৪১ রান। স্মৃতি মান্ধানা ১২ ও হারলিন দেওল নয় রানে ব্যাট করছেন। বাংলাদেশের হয়ে উইকেট দুটি পেয়েছেন মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন