চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

গুলবাগে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৩ | ১২:৩৫ অপরাহ্ণ

ঢাকার শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

অলিউল্লাহ রুবেল (৩৬) শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। একইসঙ্গে ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন তিনি।

জানা গেছে, রাজারবাগ থেকে রাতে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট