চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালী ফার্মেসিতে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক!

বাঁশখালী সংবাদদাতা

২০ জুলাই, ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে বাঁশখালী ফার্মেসিতে রোগী দেখার সময় মোহাম্মদ ইউনুছ (৪০) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ওই উপজেলার গুনাগরী ঋষিধাম আশ্রমের পাশে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মোহাম্মদ ইউনুছ সাতকানিয়া উপজেলার নাছির উদ্দিনের ছেলে।

 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান। এ সময় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ডাক্তার ইউনুছকে চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে কম্পিউটারের মধ্যে পেনড্রাইভ সংযোগ করে রোগীদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে টাকা আদায় করত। এ ধরনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

 

রোগীরা জানান, চাম্বল মেসার্স আশরাফিয়া মেডিকেল হল ও গুনাগরী ঋষিধাম গেইট এলাকায় বুধ ও বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাসেবা নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল।

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট