চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ আজিজ বলেছেন, জনগণের প্রতিবাদ-বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যায় মেতে উঠেছে সরকার। তারা পুরো দেশকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলেছে। বিনাভোটে ক্ষমতায় থেকে সরকার এখন বেপরোয়া।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজিব হোসেনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, আবদুল মান্নান, উত্তর জেলার যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, হাজী মো. আলী, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, উত্তর জেলার সদস্য আবদুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, এড. আবু তাহের, আনোয়ার হোসেন, দক্ষিণ জেলার সদস্য নাজমুল মোস্তফা আমিন, ইসহাক চৌধুরী, খোরশেদ আলম, জসিম উদ্দিন, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবছার, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা সিহাব উদ্দিন মোবিন, একেএম পেয়ারু প্রমুখ।
পূর্বকোণ/আরআর/এএইচ