চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে ছাত্রাবাস থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৩ | ৬:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রবাস থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চার দিন পর বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমান (২৪) কাপ্তাই বিএসপিআই’র কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টর ৫ম পর্বের ২য় শিফটের ছাত্র। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।

 

বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার জানান, নিহত শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে জানতে পারি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে আহত হয়েছিল। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট