চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ২ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

উখিয়া সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

 

মঙ্গলবার (১৮ জুলাই) গভীর রাতে এসব ইয়াবা জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

 

বিজিবির অধিনায়ক জানান, নাজিরপাড়ার দক্ষিণে গফুরের প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিজিবির দুটি টিম কৌশলে অবস্থান নেয়। দিবাগত রাত ৩টায় টহলদল পাঁচজনকে চারটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত নাফ নদীর পাশে ঘন কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া চারটি পলিথিনের ব্যাগ থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট