চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

দৈনিক ক্ষতি ৩ কোটি টাকা

গ্যাস সংকটে ৯ মাস ধরে বন্ধ সিইউএফএল

আনোয়ারা সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

গ্যাস সংকটে ৯ মাস ধরে বন্ধ রয়েছে আনোয়ারায় অবস্থিত দেশের বৃহত্তম ও রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল)। এতে দৈনিক প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হচ্ছে। কারখানাটি দৈনিক ১ হাজার মেট্রিক টন এমোনিয়া ও ১১’শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম।

 

জানা যায়, গত বছরের ২২ নভেম্বর কারখানার বয়লারে আগুন লাগার পর থেকে ইউরিয়া সার ও এমোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর আর উৎপাদনে যাওয়া হয়নি।

 

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেছেন, গত বছরের নভেম্বরের ২২ তারিখ থেকে কারখানার যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে ৯ মাস বন্ধ রয়েছে। এতে দৈনিক প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হচ্ছে। বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও বিষটির সমাধান পাচ্ছি না।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সার কারখানায় গ্যাস সরবারাহের বিষয়ে সরকার এবং বিসিআইসি থেকে নির্দিষ্ট বরাদ্দ রয়েছে। সে অনুযায়ী নির্দেশনা আসলে সিইউএফএলে গ্যাস সরবরাহ করা হবে।

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট