চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হিরো আলম মারধরের শিকার

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০২৩ | ৪:৫৮ অপরাহ্ণ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মারধরের শিকার হয়েছেন। সোমবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, একদল লোক তাকে মারধর করতে থাকে। ভুয়া ভুয়া বলে তাকে ধাওয়া করা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার পর পুলিশ বাঁশি বাজিয়ে হামলাকীরদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলম।

 

সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘শুরু থেকেই নানাভাবে আমাকে বাধা দেওয়া হচ্ছিল। ৩টার দিকে বনানী বিদ্যানিকেতনে গেলে জয় বাংলা স্লোগান দিয়ে একদল উশৃঙ্খল যুবক আমার উপর হামলা চালায়। আমাকে বেধড়ক মারে, জামাকাপড় ছিঁড়ে দেয়। হামলাকারী সবাই সরকারদলীয় ছাত্রলীগ-যুবলীগের।’

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট