বাংলাদেশে নাট্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া এবং ওড়িশী নৃত্যের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ প্রমা অবন্তীকে সম্মাননা প্রদান করেছেন ভারতের আগরতলা ত্রিপুরার জনপ্রিয় গণমাধ্যম ভুবেনেশ্বরী টেলিভিশন।
টেলিভিশন চ্যানেলটির ২৩ বছরে পর্দাপণ উপলক্ষে চার দিনব্যাপী বৃহৎ অনুষ্ঠানমালায় গতকাল রবিবার ছিল গুণীজন সম্মাননা পর্ব। এদিন তাদের এ সম্মামননা প্রদান করা হয়।
বিটিভি (ভুবেনেশ্বরী টেলিভিশন) ত্রিপুরার কর্ণধার, বিশিষ্ট বাচিকশিল্পী, নৃত্যশিল্পী মনীষা পাল চৌধুরী মহোদয়ার আমন্ত্রণে তারা দুজন এই অনুষ্ঠানে যোগ দেন। একই অনুষ্ঠানে দুদিনব্যাপী ওড়িশী নৃত্যের ওপর বিশেষ কর্মশালা প্রদান করেন প্রমা অবন্তী।
পূর্বকোণ/পিআর