জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং এর উদ্যোগে মেম্বারদের জন্য ‘JCI Discover এবং JCI Explore’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গত ১৪ জুলাই বিকেলে নগরীর আগ্রাবাদস্থ ‘Best Western Alliance’ হোটেলে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
সেক্রেটারি জেনারেল জুনাইদ আহমেদ রাহাত এবং লোকাল ট্রেনিং কমিশনার ইঞ্জিনিয়ার আশরাফ বানটির তত্ত্বাবধানে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাজু আহমেদ। এতে প্রশিক্ষক ছিলেন জেসিআই বাংলাদেশের ট্রেজারার ইরফান হক ও সহ-সভাপতি মো. আলতামিস নাবিল। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেসিআই চিটাগং এর প্রাক্তন প্রেসিডেন্ট আবু বকর শাহেদ শান, সহ-সভাপতি নাহিদ মঈন, ট্রেজারার আয়াজ ইসলাম চৌধুরি, ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইমরান হোসেন অভি, ডা. জুয়েল রহমান, শাহেদ আলি সাকি, শাহনেওয়াজ শিপন ও অন্যান্য মেম্বারগণ।
ট্রেনিং কমিশনার ইঞ্জিনিয়ার আশরাফ বানটি বলেন, ট্রেনিং বা প্রশিক্ষণ এমন একটি প্রক্রিয়া যা আমাদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেক্রেটারি জেনারেল জুনাইদ আহমেদ রাহাত বলেন, প্রশিক্ষণ একটি অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া, যা মানবসম্পদ উন্নয়নে এক বিশেষ এবং কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
বর্তমান প্রেসিডেন্ট রাজু আহমেদ শুভেচ্ছা বক্তব্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং এর সকল মেম্বারদের ধন্যবাদ জানিয়ে বলেন, জীবনের উন্নয়নে এবং সমাজ ও দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য আমাদের প্রতিনিয়ত নিত্য-নতুন অনেক কিছুই জানার প্রয়োজন, আর প্রশিক্ষণ এমন এক প্রক্রিয়া যা আমাদের তা জানতে সাহায্য করে। তিনি ভবিষ্যতে এই ধরনের আরও কর্মসূচি বাস্তবায়নের ইচ্ছা পোষণ করেন।
পূর্বকোণ/পিআর/পারভেজ