চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট ট্রাফিক বক্সের সামনে কর্মরত অবস্থায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাস চালক মো. সোহেল (২৭) ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বান্দরবান জেলার লামা থানার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার আরফাতুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় কর্মরত অবস্থায় বাসচাপায় কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাস চালককে লামার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন রাতে নগরীর পাঁচলাইশ থানায় সার্জেন্ট মাহিন হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই রাত সোয়া ৮টার দিকে বাসচাপায় পুলিশ কনস্টেবল মো. নুরুল করিম নিহত হন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
পূর্বকোণ/পিআর/এএইচ