চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে যুবকের গলায় কাস্তের পোঁচ, গ্রেপ্তার ২

কর্ণফুলী সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৩ | ১০:৪৪ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলায় সেলুনের দোকান ও পাওনার টাকা নিয়ে বিরোধের জেরে এক সেলুনকর্মীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ধান কাটার কাস্তে দিয়ে গলা কেটে দেয়ার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের কেইপিজেড এলাকায় দেয়াঙ পাহাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। 

আহত দয়াল শীল (২৫) বড় উঠান ইউনিয়নের দৌলতপুর ১ নং ওয়ার্ডের শীল পাড়া লাল মোহন শীলের বাড়ির মৃত দিলীপ শীলের পুত্র। সে এখন চমেকের ১৯ নম্বর ওয়ার্ডের ৬০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আটকৃতরা হলেন বড়উঠান ইউনিয়ন ৭নং ওয়ার্ড সনাতন পাড়ার অনিল বাবুর বাড়ীর দুলাল দাশের পুত্র তুষার দাশ (২২) ও কক্সবাজার কুতুবদিয়া জেলে পাড়ার অনিল দাশের পুত্র রানা দাশ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর লিচুতলা বাজার ১১ নম্বর ঘাট এলাকায় ভিকটিম দয়াল শীল এক সময় সেলুনের দোকান করত। ২০২১ সালে সে দোকানটি তুষারের কাছে বিক্রি করে বিদেশে চলে যায়। কয়েকমাস পরে সে বিদেশে থেকে ফিরে তুষারের কাছ থেকে দোকানটি ফেরত চায়। এ নিয়ে তুষার ও দয়ালের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। অন্যদিকে, পাওনা টাকা নিয়ে রানার সাথেও দয়ালের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষিপ্ত তুষার ও রানা মিলে সেলুনের দোকান ফেরত চেয়ে মোবাইল ফোনে কল দিয়ে দয়ালকে ঘর থেকে ডেকে নিয়ে জোর করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে চোখ-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মারধর করে। পরে হত্যার উদ্দেশ্যে ধান কাটার কাস্তে দিয়ে গলা কেটে দিয়ে পালিয়ে যায়। এদিকে, দয়ালকে গলা কেটে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে জমাদ্দার পাড়া এলাকায় দুজনকে আটক করে। পরে আটক দুজনকে কর্ণফুলী থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। 

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অমিতাভ দত্ত জানান, সেলুনের দোকান ও পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে ধান কাটার কাস্তে দিয়ে আঘাতের ঘটনায় আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত গ্রেপ্তার দুই জনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/নয়ন/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট