চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় অস্ত্র নিয়ে স্বামী-স্ত্রী ধরা

উখিয়া সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৩ | ৫:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ওয়ান শুটারগান ও ৫০ রাউন্ড গুলিসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পুলিশ জানায়- তারা রামু থেকে এসব অস্ত্র কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।

আটককৃতরা হলেন- আব্দুল আজিজ (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম। আটক আব্দুল আজিজ কক্সবাজারের রামু থানার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/কায়সার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট