কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণপূর্বক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলার ২ নম্বর আসামি শাহরিয়ার মো. হৃদয়কে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের বাসিন্দা শওকত ওসমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।
মামলার এজাহারে জানা যায়, রিয়াজ উদ্দিন নামে যুবক ভুক্তভোগী কলেজছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। সে রাজি না হওয়ায় গত মে মাসে শাহরিয়ার, স্থানীয় ইউপি সদস্য রমজানের সহায়তায় ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এজাহার থেকে আরও জানা যায় , এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। এতে রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি, শাহরিয়ারকে ২ নম্বর এবং ইউপি সদস্য রমজানকে তিন নম্বর আসামি করা হয়েছে।
প্রধান আসামি রিয়াজ ও ইউপি সদস্য রমজান পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান এসআই রাজিব।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/সাইফুল