চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ফটিকছড়ি সংবাদদাতা

১৩ জুলাই, ২০২৩ | ১০:৪০ অপরাহ্ণ

অনিবন্ধিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় উপজেলার ভুজপুর ইউপির জেনারেল হাসপাতালকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কয়েকটি হাসপাতালে জরিমানা ও সাজা দেয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

 

অভিযানে উপজেলার ভুজপুর ইউপির জেনারেল হাসপাতালকে লাইসেন্স না থাকায় সিলগালা, সংযুক্ত ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে হেয়াকো মেডিকেল সেন্টারের মালিক মো. ইউনুচ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

এ সময় অভিযানের খবর পেয়ে আরও দুটি ডায়াগনস্টিক সেন্টারের লোকজন প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পালিয়ে যায়।

 

পূর্বকোণ/রাহা/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট