দক্ষিণ এশিয়ার জনপ্রিয় স্ট্রিটফুড ফুচকা বা পানিপুরি নিয়ে ডুডল বানিয়েছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
এর মাধ্যমে ছোট বড় নির্বিশেষে সবার ফুচকাপ্রীতির প্রতি বিশেষ ভালোবাসা প্রকাশ করেছে মার্কিন সার্চ ইঞ্জিনটি।
বুধবার সকাল থেকেই গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে ফুচকার ছবি। ডুডলে ট্যাপ করলে লেখা উঠছে ‘সেলিব্রেটিং পানিপুরি (ফুচকা)’। আর সেখানে ক্লিক করলে লেখা উঠছে ‘পানিপুরি (ফুচকা নামেও পরিচিত) খাবারটি দক্ষিণ এশিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড। চুজ এ মুড।
ডুডলটি প্রকাশ হয়েছে অনলাইন গেম আকারে। ফলে ফুচকার স্বাদ কল্পনার পাশাপাশি স্কোরও করা যাচ্ছে। যেখানে রয়েছে নানান স্বাদ ও চেহারার ফুচকা।
উল্লেখ্য, ওয়েবসাইটের সার্চ বক্সের উপরে গুগল নিজেদের লোগোর পরিবর্তে যে লোগো তৈরি করে, তাকে বলা হয় ডুডল। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, বিশেষ আবিষ্কার, ইতিহাস-ঐতিহ্য, বিশেষ খাবার ইত্যাদি নিয়ে এ ডুডল তৈরি করা হয়।
পূর্বকোণ/মাহমুদ