চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভারতে বৃষ্টি ও বন্যায় শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২৩ | ১:১৪ অপরাহ্ণ

গত ৪ দিন ধরে উত্তর ভারত জুড়ে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও ধসের কারণে দেশটিতে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১১ জুলাই) প্রবল বৃষ্টিতে ভারতের হিমাচল প্রদেশে মৃত্যুর সংখ্যা ৩১-এ গিয়ে ঠেকেছে। বর্ষা শুরুর পর কেবল এ প্রদেশেই মোট ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

উত্তর ভারতের হিমাচল প্রদেশেই মঙ্গলবার ৩১ জনসহ মোট ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, পাশের উত্তরাখণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানে একজন করে মারা গেছে বলে জানা যায়।

 

উল্লেখ্য, গত চারদিন ধরে উত্তর ভারতজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে হিমাচল প্রদেশ ছাড়াও দিল্লি, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মাঝে হিমাচলের অবস্থা সবচেয়ে শোচনীয়।

 

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন