চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

খেলনা পিস্তল নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ জন ধরা

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩ | ৫:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি প্লাাস্টিকের খেলনা পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকার এসএম জামাল উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন টিপু (২৯) ও একই এলাকার মো. লোকমানের ছেলে মো. সাজ্জাদ (২২)।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ৮ জুলাই নগরীর বায়েজিদের জালালাবাদ এলাকার পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে একটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল এবং একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা ডাকাত-ছিনতাই দলের সক্রিয় সদস্য।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট