চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বন্যায় বিপর্যস্ত নিউইয়র্কে নিহত এক

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২৩ | ৩:০৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন ভ্যালিতে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় একজন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তার স্বার্থে বহু এলাকায় সড়ক বন্ধ করে দেয় পুলিশ। জারি করা হয় জরুরি সতর্কতা।

এ ছাড়া উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের হাডসন ভ্যালিতে ভারী বৃষ্টিপাতের ফলে নিজ বাড়ি থেকেই পানির স্রোতে ভেসে যান ৩০ বছর বয়সী এক নারী। পরে উদ্ধারকারী দলগুলি তার মৃতদেহ উদ্ধার করে। এ সময় ওই মহিলার সাথে থাকা আরও দুইজন বেঁচে যান।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল ডব্লিউসিবিএস রেডিওকে নিশ্চিত করেছেন যে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং একটি বাড়ি ভেসে গেছে।

এদিকে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে যে প্রবল বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে হাডসন উপত্যকা। এই এলাকার কিছু কিছু অংশে পাঁচ থেকে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন