চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১০ জুলাই, ২০২৩ | ৪:৪৬ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গাজী শামীম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ জুলাই) রাতে বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গাজী শামীম (৩৫) উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট