চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

খাগড়াছড়িতে ইউসিবি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

খাগড়াছড়ি সংবাদদাতা

১০ জুলাই, ২০২৩ | ১:২৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১০ জুলাই) খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজবাহ উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, কৃষিবিদ দিবাকর চাকমা, ব্যাংকের ব্যবস্থাপক সরওয়ার আলী খান ও কলেজের শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, জেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত নিধনের জন্য ইউসিবি ব্যাংক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার তাল গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় খাগড়াছড়িসহ সারাদেশে এ উদ্যোগ নেয় ব্যাংকটি।

 

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট