চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হাটহাজারীর ধলইয়ে

হাটহাজারী সংবাদদাতা

৯ জুলাই, ২০২৩ | ১১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুড়ে গেছে।

 

রবিবার (৯ জুলাই) সন্ধ্যার পর উপজেলার ধলই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ইউপি সদস্য নাসির জানান, হঠাৎ করেই বসতঘর থেকে ধোয়া উঠতে দেখে তারা বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ততক্ষণে মোহাম্মদ আলম, মোহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ সুজন, ওমর ফারুক রনি, শাহ আলমের ঘর পুড়ে যায়। ৪ পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ লাখ টাকা।

 

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ৪টি বসতঘর একেবারে পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট