চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে ৫৯ বোতল বিদেশি মদসহ অটোরিকশা চালক আটক

লামা সংবাদদাতা

৯ জুলাই, ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে ৫৯ বোতল বিদেশি মদসহ এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি। আটক মো. রিদুয়ান (২৬) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ বাবুপাড়ার মৃত আমির হামজার ছেলে।

 

শনিবার (৮ জুলাই) রাতে আলীকদম-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়কে ক্রিলাইপাড়া বিজিবির অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

 

জব্দকৃত মদের মধ্যে ৩৬ বোতল ঈগল হুইস্কি, ১১ বোতল ব্র্যান্ডি রয়েল হুইস্কি ও ১২ বোতল মারডালাই রাম রয়েছে। উদ্ধার করা এসবের মদের আনুমানিক মূল্য ৮৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ (পিএসসি) জানান, শনিবার রাতে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিদেশি মদসহ চালককে আটক করা হয়েছে। তবে অটোরিকশায় থাকা অন্যরা পালিয়ে গেছে। জব্দকৃত মদসহ আটক ও পলাতকদের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করা হবে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট