
চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী তানজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের।
বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মনজুরুল আলম ও ফারুক হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি চেয়ারম্যান মো. হাশেম, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, শাহেদুর রহমান শাহেদ, আতাউল করিম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন নাছির উদ্দীন, সুমন দত্ত, সাহাব উদ্দীন রবিন, আশরাফ উদ্দীন, এনামুল হক, অমিত চৌধুরী অমি, সাদ্দাম হোসেন, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, বখতেয়ার উদ্দীন, আমিনুল ইসলাম, মো. বেলাল, মঈন উদ্দীন মামুন, এনামুল ইসলাম, জমির উদ্দীন, নুরুল আলম সিকদার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সুলতান উল কবির চৌধুরীর স্মৃতি ভুলে যাওয়ার মত নয়। রাজনৈতিক জীবনে তার অবদান সমাজে ও দেশে অনেক। ইচ্ছা করলে স্মৃতি ইতিহাস মুছে ফেলা যাবে না। নেতাকর্মীদের মাঝে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ