চট্টগ্রাম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

দুই লাখ শিশু নিখোঁজ ইউক্রেনে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

৭ জুলাই, ২০২৩ | ১১:৪২ অপরাহ্ণ

রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর ইউক্রেনে প্রায় দুই লাখ শিশু নিখোঁজ হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

তিনি বলেন, আমরা জানি না, কোথায় আছে আমাদের দুই লাখ শিশু। ধারণা করি, নিখোঁজদের মধ্যে অনেকে নির্বাসিত, কেউ কেউ রুশ দখলকৃত অঞ্চলে আছে। জানি না কে কে বেঁচে আছে।

 

এদিকে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ন্যাটোর সদস্যপদ পেতে কিছু শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস।

 

লভিভের পর ইউক্রেনের মাকিভকার একটি আবাসিক এলাকায় রুশ হামলার অভিযোগ করেছে ইউক্রেন। তবে, এই হামলা প্রতিহত করা গেছে বলেও দাবি করেছে তারা।

 

মাকিভকাই শুধু নয়, হামলা হয়েছে বাখমুতেও। আর রাশিয়ার এই হামলাটাও প্রতিরোধে সক্ষম হয়েছে ইউক্রেন।

 

বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়া সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে রাশিয়ার বিরুদ্ধে এনেছেন নতুন এক অভিযোগ।

 

এদিকে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শিগগিরই এমন ঘোষণা দিতে পারে ওয়াশিংটন।

 

১২০টির বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। এই যুদ্ধাস্ত্র সাধারণত একটি বড় বোমা থেকে অসংখ্য ছোট ছোট বোমা ছোঁড়া হয়। যা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে মানুষের জন্য হুমকি তৈরি করে।

 

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিলেও ন্যাটোর সদস্যপদ দিতে বেশ সতর্ক যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে জোটের নেতৃত্বকে আল্টিমেটাম দেন জেলেনস্কি। জবাবে ইউক্রেনকে সতর্ক করেছে আমেরিকা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট