চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ভুল চিকিৎসায় সন্তানসহ প্রসূতির মৃত্যু

ফটিকছড়িতে লাইসেন্সবিহীন সেই সেবা ক্লিনিক সিলগালা

ফটিকছড়ি ও নাজিরহাট সংবাদদাতা

৬ জুলাই, ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ

লাইসেন্স না থাকার কারণে ফটিকছড়ি উপজেলা সদরের ‘সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন’ হাসপাতাল সিলগালা করে ৫ হাজার টাকা জরিমানা করলো উপজেলা প্রশাসন।

 

গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফীন আজিম ও থানা পুলিশ সাথে ছিলো।

 

এদিকে গত ৪ জুলাই উক্ত হাসপাতালের অপারেশন থিয়েটারে জান্নাত মাওয়া রুনি (২২) নামের এক প্রসূতি তার গর্ভে থাকা সন্তানসহ মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনরা উক্ত হাসপাতালের ভুল চিকিৎসায় উক্ত প্রসূতি মারা যান বলে অভিযোগ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ উত্তেজিত জনতা উক্ত হাসপাতালে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

 

লাইসেন্সবিহীন কীভাবে উপজেলা প্রশসানের নাকের ডগায় এ হাসপাতালটি কার্যক্রম চলছিল। এ দায় কার। এমন প্রশ্ন জনমনে। জানা গেছে, গত ২০২২ সালের ১২ অক্টোবর ঘটাকরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত হাসপাতালটি যাত্রা শুরু করে।

 

ইউএনও সাব্বির রহমান সানি বলেন, এ বিষয়গুলি ইউএইচও দেখে। আমরা তাদের তথ্যমতে স্বাস্থ্যখাত দেখি, অভিযান পরিচালনা করি। লাইসেন্স ছাড়া কীভাবে ওই হাসপাতালের কার্যক্রম চললো তা আমরা খতিয়ে দেখবো।

 

তিনি বলেন, প্রসূতি মৃত্যুর ব্যাপারে তদন্ত কমিটি গঠনকল্পে ইতোমধ্যে সুপারিশ জেলা প্রশাসনে পাঠানো হয়েছে এবং জেলা প্রশাসন থেকে উক্ত তদন্ত কমিটি গঠন করা হবে।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফীন আজিম বলেন, লাইসেন্স ছাড়া এটি কীভাবে উদ্বোধন হলো আমি নিজেও বুঝতেছিনা।

 

ফটিকছড়ির ওসি মাসুদ ইবনে আনোয়ার জানান গতকাল পর্যন্ত কেউ এব্যাপারে থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

অপরদিকে মৃত প্রসূতি জান্নাতুল মাওয়া রুনিকে (২২) গতকাল সকাল দশটায় জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তার বাপের বাড়ি ফটিকছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের জোহরা বাপের বাড়িতে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট