চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

৪ জুলাই, ২০২৩ | ১২:৪৩ অপরাহ্ণ

বিশ্বে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে, দেশটির আকাশে উড়ন্ত গাড়ির দেখা মিলবে।

মঙ্গলবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংস্থা ‘আলেফ অ্যারোনেটিক্স’ এর তৈরি একটি বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি আইনি অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। যা সড়কপথে চলাচলের পাশাপাশি বিমানের মতোই আকাশে উড়তে এবং অবতরণ করতে সক্ষম।

এর আগে, আলেফের তৈরি গাড়িটি ২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল। বৈদ্যুতিক এই গাড়িটি একবার চার্জ দিলে ১৭৭ কিলোমিটার আকাশপথে ও ৩২২ কিলোমিটার সড়কপথে পাড়ি দিতে সক্ষম।

জানা গেছে, গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। তবে ‘আলেফ অ্যারোনেটিক্স’ এখনও এই গাড়ির বিক্রয়যোগ্য মডেল নির্মাণ শুরু করেনি। আশা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা শুরু হবে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন