বিচার ব্যবস্থার উন্নয়নে খুব শীঘ্রই তিন পার্বত্য জেলায় এজলাস বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।
তিনি বলেন, আদালতের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে। সেই সাথে আদালত গুলোতে মামলার জট কমানোরও উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে বান্দরবান জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের নির্মাণ কাজ উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গণপূর্ত বিভাগের অর্থায়নে প্রায় সাড়ে ৫১ লাখ টাকা ব্যয়ে এ বিশ্রামাগার নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
এ সময় তার সাথে ছিলেন জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহানারা ফেরদৌস, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রমুখ।
পূর্বকোণ/এসি