চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩ জুলাই, ২০২৩ | ৭:৫৭ অপরাহ্ণ

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের সামনে ডিপ টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রশিদ (২৬) নামে এক পাইপ লাইন মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই ) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক।

নিহত আব্দুর রশিদ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র।

এছাড়াও এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে বলে জানা যায়।   সূত্রে জানা যায়- কয়েকদিন ধরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে পানির ডিপ টিউবওয়েল বসানোর কাজ করে আসছিল। আজ সকাল সাড়ে ৮ টার দিকে কাজ করার সময় পাইলিংয়ের পাইপে পাশের বিদ্যুতের তার জড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হয় রশিদ। এছাড়া কাজে থাকা আরও দুই শ্রমিক বিদ্যুতের শক খেয়ে ছিড়কে পড়ে। গুরুতর আহত রশিদকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহেশখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক বলেন- ঈদের আগ থেকে তারা ডিপ টিউবওয়েল বসানোর কাজ করে আসছিলো। সকালে অসাবধানতাবসত পাইপের সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং অপর দুই জন সামান্য আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট