চট্টগ্রাম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, মায়ের দাবি হত্যা

হাটহাজারী সংবাদদাতা

৩০ জুন, ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহতের মা মিনা আক্তারের দাবি, কোরবানিতে গরুর পরিবর্তে ছাগল দেয়ার জের ধরে মিনাকে নির্যাতন করে হত্যার পর শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার করছে।

 

নিহতের শ্বশুর ফরিদ আহমদ বলেন, কোরবানির কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়নি। সে কেনো আত্মহত্যা করেছে জানি না।

 

নিহত সুমি আক্তার উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেশকারহাট এলাকার আশরাফ আলী মুন্সির বাড়ির মো. সিরাজ মিয়ার বড় মেয়ে।

 

নিহতের মা মিনা আক্তার জানান, গত বছর একই উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার বাচা মিয়া হাজির বাড়ির ফরিদ আহমদের ছেলে কাতার প্রবাসী তাজুল ইসলাম (প্রকাশ) নয়নের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সুমি আক্তার নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট