চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ডিম ফুটে জন্ম নিয়েছে ১৬ অজগরের বাচ্চা। প্রায় দুই মাস আগে ইনকিউবেটরে রাখা ২২টি ডিম থেকে এসব অজগরের বাচ্চা ফুটতে থাকে। বুধবার (২৮ জুন) চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অজগরের বাচ্চাগুলোকে অন্তত এক মাস ইনকিউবেটরে রেখে লালনপালন করা হবে। তারপর পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার সক্ষমতা অর্জন করলে এগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। চট্টগ্রাম চিড়িয়াখানায় চতুর্থবারের মতো কৃত্রিম উপায়ে অজগরের ডিম থেকে বাচ্চা ফুটানো হয়েছে। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে ২৫টি বাচ্চা ফুটানো হয়েছিল। তারপর ২০২১ সালে ২৮টি এবং ২০২২ সালে ১১টি অজগরের বাচ্চা ফুটানো হয়।
পূর্বকোণ/রাজীব