চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

১৮ মাসের কন্যা শিশুকে গলা টিপে হত্যা করলেন মা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ জুন, ২০২৩ | ৬:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সুপ্রিয়া দেবী নামে ১৮ মাসের এক কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে তার মা। আজ বুধবার (২৮ জুন) সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্যা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সুজন কুমার নাথের মেয়ে।

 

এদিকে এই ঘটনার পর আজ দুপুরে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি হত্যার ঘটনায় জড়িত শিশুটির মা প্রিয়াঙ্কা দেবীকে আটক করা হয়েছে।

 

শিশুটির পিতা সুজন কুমার জানান, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে এর আগেও দু’বার তার শিশু মেয়েকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তবে সে সময় তারা ঘরে থাকায় মায়ের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিলেন। তিনি বুধবার ভোরে ঘুম থেকে উঠে গরুর জন্য ঘাস কাটতে জমিতে চলে যান। সকালে ঘাস কাটা শেষে বাড়ি ফিরে ঘরের মধ্যে তার মেয়ের নিথর লাশ পড়ে থাকতে দেখেন। ওইসময় তিনি তার বৃদ্ধা মায়ের কাছ থেকে জানতে পারেন, তার স্ত্রী ঘরের দরজা লাগিয়ে দিয়ে তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে। হত্যার সময় সুপ্রিয়ার চিৎকার শুনে তার মা তার স্ত্রীকে একাধিকবার ঘরের দরজা খুলতে বলেন। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে তিনি ভেতরে ঢুকেন এবং সুপ্রিয়াকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে কোলে তুলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে ছুটে যান। পল্লী চিকিৎসক সুপ্রিয়ার মৃত্যু হয়েছে বলে তার মাকে জানান।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো.সালাউদ্দিন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে যাওয়ার পর ঘরের বিছানায় শিশুটির লাশ পড়ে থাকার পাশাপাশি শিশুটির মাকে বিছানার একপাশে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখেন। তিনি তার মেয়েকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেন। সুপ্রিয়ার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার বাবা ও দাদির মাধ্যমে জানতে পারেন। তিনি বিষয়টি সীতাকুণ্ড থানায় অবহিত করলে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ পূর্বকোণকে বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিশুটির মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পাশাপাশি ১৬৪ ধারায় জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট