রেলপথে শুরু হয়েছে ঈদযাত্রা। গতকাল ঈদযাত্রার প্রথম দিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ১১টি আন্তঃনগর এবং চারটি মেইল ট্রেন। এসব ট্রেনে চড়ে ঈদ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়েন প্রায় ১০ হাজার মানুষ। প্রায় সব ট্রেন সিডিউল বিপর্যয় ছাড়া চট্টগ্রাম ছেড়ে গেলেও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস কিছুটা দেরিতে ছাড়ে। ঈদযাত্রায় বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে চালানো হয় সোনার বাংলা এক্সপ্রেস-২ নামে একটি বাড়তি স্পেশাল ট্রেন।
সকাল ৭টায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবার চট্টগ্রাম থেকে রেলপথে ঈদযাত্রা শুরু হয়। এরপর একে একে পাহাড়িকা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মহানগর গৌধুলী, মেঘনা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস-২, তূর্ণা এক্সপ্রেসসহ ১০টি আন্তঃনগর এবং চারটি মেইল ট্রেন ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাফর আলম পূর্বকোণকে বলেন, ঈদযাত্রার প্রথম দিন শনিবার চট্টগ্রাম থেকে নির্দিষ্ট সময়েই প্রায় সব ট্রেন ছেড়ে গেছে। বিজয় ও মেঘনা এক্সপ্রেস কিছুটা দেরিতে ছাড়ে। তবে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পেরেছেন। যাত্রীদের নিরাপদ এবং আনন্দময় ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে রেলওয়ে।
পূর্বকোণ/এএইচ