চট্টগ্রাম বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

হাটহাজারী সংবাদদাতা

২৫ জুন, ২০২৩ | ১২:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় মো. আবু তাহের (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছে। হামলায় এক মহিলাসহ আরো দুইজন আহত হয়েছে।

 

শনিবার (২৪ জুন) উপজেলার ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওযার্ডের লোহারপুর বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়িতে রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে গড়দুয়ারা ইউনিয়নের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়িতে প্রতিপক্ষের হামলায় মো. আবু তাহের নামে একব্যক্তি মারা গেছে। এই ঘটনায় নিহতের ছেলে মো. আজম (৩৫) ও তার মা নূর নাহার বেগম (৫০) নামে আরও দুইজন আহত হয়েছে। আহতদের স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. নিলয় আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্হল পরিদর্শন করেন।

 

আহত মো. আজম জানান, রাত ৮টার দিকে তার চাচা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিত তাদের উপর হামলা চালায়। হামলায় তার পিতা মারা যায়। ঘটনার পর হামলাকারীরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্স আসতে বাধা দেন। পরে স্হানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।

গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট