চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে দুই রোহিঙ্গা যুবক অপহৃত

টেকনাফ সংবাদদাতা

২৪ জুন, ২০২৩ | ৮:৫৭ অপরাহ্ণ

তিন রোহিঙ্গা যুবক ও স্থানীয় বাসিন্দা এক ব্যবসায়ীকে অপহরণের রেশ না কাটতেই কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুইদিনের ব্যবধানে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই রোহিঙ্গা যুবককে বসত-ঘরের সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

 

শুক্রবার (২৩ জুন) রাতে টেকনাফের শালবাগান-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

অপহৃতরা হলেনম, টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক নম্বর-এ/৫ এর মো. আলমের ছেলে রবি আলম (২৬) ও একই ক্যাম্পের সলিমুল্লাহর ছেলে মো. ইলিয়াছ (২৩)।

 

শনিবার (২৪ জুন) ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ দুই যুবককে তাদের বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পশ্চিম দিকে পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনার পর পরই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

 

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জামাল পাশা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট