চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঈদের দিনও পণ্য খালাস হবে চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

আসন্ন কোরবানির ঈদের পূর্বে সরকারি অফিস কার্যক্রম চলবে তিন দিন। এরপর বুধবার থেকে শুরু হবে চারদিনের ঈদের ছুটি। তবে বরাবরের মতোই ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। এবারও ঈদের দিন পণ্য ডেলিভারির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো চালু থাকবে বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

 

ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টা বন্ধ থাকা ছাড়া স্বাভাবিক নিয়মেই চলবে পণ্য উঠানামা ও খালাস কার্যক্রম। বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানি পণ্যসহ বিদেশি ক্রেতাদের কাছে সময় মতো রপ্তানি পণ্য পৌঁছে দিতে প্রতিবছর বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটিতেও বন্দরের কার্যক্রম চালু রাখা হয়। এমনকি মহামারি করোনার মাঝেও ঈদের ছুটিতে চালু ছিল কার্যক্রম। সে ধারাবাহিকতা বজায় থাকছে এবারও।

 

বন্দরসূত্র জানায়- ঈদের সময় সাধারণত যেসব পণ্য ডেলিভারি হয় সেগুলোর শুল্কায়ন শেষ করে আগে থেকেই ডেলিভারি অর্ডার সংগ্রহ করে পণ্য খালাস নেওয়ার জন্য প্রস্তুত থাকে আমদানিকারকের প্রতিনিধিরা। এছাড়া পণ্য জেটিতে জাহাজ ভেড়ানোর কার্যক্রমও চালু থাকায় ওইসব জাহাজে রপ্তানি পণ্য ওঠানোর জন্যও চালান প্রস্তুত রাখে রপ্তানিকারকেরা। এসব কাজের পাশাপাশি জাহাজ থেকে পণ্য ইয়ার্ডে নামিয়ে রাখা ও রপ্তানি পণ্য জাহাজে তুলে দিয়ে জেটি খালি করার কাজ চলমান থাকে।

 

এসব কাজের জন্য বন্দরের অভ্যন্তরে ওয়ান স্পট সার্ভিস চালু থাকে। যেকোন ধরনের সহায়তা সেখান থেকে পাওয়া যায়। এছাড়া অনেক ব্যাংকও তাদের বুথ চালু রাখে ওয়ান স্টপ সার্ভিসে। যাতে ব্যাংকিং সেবাও পাওয়া যায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট