বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রত্যয় বড়ুয়া (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৪টায় কোতোয়ালী থানাধীন রাজাপুকুর লেনের ৫০৬ নম্বর ভবনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
প্রত্যয় বড়ুয়া এই এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে। সে চট্টগ্রাম কলেজের এইচএসসি ২২ ব্যাচের ছাত্র।
এই বিষয়ে সপ্তক বড়ুয়া নামের একজন ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের কমেন্টে তিনি লিখেন, গতকাল ওর (প্রত্যয় বড়ুয়া) চুয়েটের ফলাফল ছিল। ওর ভালো হয়নি বলছিল আগেই। আজ ঘণ্টাখানেক আগে আমার বন্ধু বলল- ও আত্মহত্যা করেছে।
তবে চমেক হাসপাতালে প্রত্যয়কে নিয়ে আসা তার আত্মীয় রিক্তা মুৎসুদ্দির সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে- প্রত্যয় বুয়েট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এ কারণেই সে আত্মহত্যার পথ বেচে নিয়েছে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, প্রত্যয় গলায় ফাঁস দিলে তাকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে মানসিক চাপ সামলাতে না পেরে সে আত্মহত্যা করেছে।
পূর্বকোণ/আরআর/এএইচ