ব্রাজিলের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে এ ঘটনা ঘটে। ঝড়ের কারণে এখনও ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত ঝড়ের কারণে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু ও ২০ জন নিখোঁজ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে অভিযান অব্যাহত রেখেছে।
ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কারা শহরটি, যেখানে জনসংখ্যা ৮,০০০ এর বেশি।
রিও গ্র্যান্ডে দো সুলের গভর্নর জানান, কারা শহরের পরিস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমাদের এখন দ্রুত সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো চিহ্নিত করে ওই অঞ্চলের বাসিন্দাদের সাহায্য করতে হবে।
গত দুই দিনে কর্তৃপক্ষ ২৪০০ জনকে উদ্ধার করেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য হল মানুষের জীবন রক্ষা করা। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি, নিখোঁজদের খুঁজে বের করছি এবং পরিবারগুলিকে সব ধরনের সহায়তা দিচ্ছি।’
ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা শহরে স্পোর্টস কমপ্লেক্সে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকির জন্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
পূর্বকোণ/এসি