কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক অভিযানে ৪৭০ প্যাকেট বিদেশি সিগারেট ও ৩ হাজার ১৮০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের বন বিভাগের চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার তিনজন হল, কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার জয়নাল আবেদীনের স্ত্রী আম্বিয়া খাতুন (৩০), একই এলাকার দক্ষিণ মুহুরীপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে মো. মুনাইম (৫৫) ও পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামের জহুর আহমদের ছেলে ইকবাল হোসেন (৩২)।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে আম্বিয়া খাতুনকে ২ হাজার ২০০ ইয়াবা, মো. মুনাইমকে ৯৮০ ইয়াবা ও ইকবাল হোসেনকে ৪৭০ প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ