চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

মিরসরাইয়ে যুবকের বিকৃত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৩ | ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সুবারটেক এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের বিকৃত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

 

শনিবার (১৭ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় নদীর পাড়ে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। আজ শনিবার ভোরে সুবারটেক বেড়িবাঁধ এলাকায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট