চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন

বোয়ালখালী সংবাদদাতা

১৬ জুন, ২০২৩ | ৮:৫৮ অপরাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার পশ্চিম কধুরখীল পাঠানপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন বোয়ালখালী উপজেলার ইকবাল নামের একব্যক্তি। এ নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

 

আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তিকারী ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবীকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। দেশের সর্বস্তরের মানুষকে বিশ্ব নবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

 

মানববন্ধনে সোহাব মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলাউদ্দিন খলিফা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আরফাত উল্লাহ সমরকান্দি, মোহাম্মদ সাঈম, এন এম করিম, মোহাম্মদ হারুন, জামাল উদ্দিন সওদাগর, আলাউদ্দিন, শাহাদাত হোসেন, রুহুল আমীন, নাসের, জুয়েল, মোহাম্মদ বেলাল উদ্দিন, রাশেদ প্রমুখ।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করায় ইকবালের বিরুদ্ধে গত ১২ জুন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট