চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে ফেন্সিডিল নিয়ে যুবক ধরা

১৬ জুন, ২০২৩ | ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৬ জুন) ভোরে উপজেলার টেরিয়াইল এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. দিদারুল ইসলাম (২৬) ফেনী সদর থানার ফাজিলপুর গ্রামের সাইদুজ্জামানের ছেলে। এ বিষয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের হয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, শুক্রবার ভোরে টেরিয়াইল এলাকায় একটি দ্রুতগামী নম্বরবিহীন মোটরসাইকেল দেখতে পেয়ে সেটির গতিরোধ করে পুলিশ। এক পর্যায়ে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার মোটরসাইলেকে বিশষভাবে লুকানো ১৫টি ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট