চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো ক্যাম্পেইনকে টেক্কা দিতে নতুন নীতি ঘোষণা করেছে জাপান।
এই নীতির অধীনে আর অপেক্ষা না করে উন্নয়নশীল দেশগুলোকে সক্রিয়ভাবে বৈদেশিক সাহায্য দেবে দেশটি। জাপানের সংশোধিত উন্নয়ন সহযোগিতা সনদে এই নীতির রূপরেখা দেওয়া হয়েছে।
নিক্কেই এশিয়া জানিয়েছে, ২০১৫ সাল থেকে জাপানের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) সনদের প্রথম সংশোধন চিহ্নিত করে মন্ত্রিসভা এই পরিবর্তনগুলো অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপান একটি দাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।
গত মার্চে কিশিদার ভারত সফরের সময় তিনি বৈদেশিক সাহায্যের মাধ্যমে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে আকৃষ্ট করতে ‘গুণমান অবকাঠামো বিনিয়োগ’ এর গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। জাপান চলতি অর্থবছরে ওডিএ’র জন্য ৫৭০ দশমিক ৯ বিলিয়ন ইয়েন (৪.০৯ বিলিয়ন ডলার) বাজেট বরাদ্দ করেছে। ২০১৫ সাল থেকে অর্থায়ন ধীরে ধীরে বাড়লেও ১৯৯৭ অর্থবছরে শীর্ষ বরাদ্দ ১ দশমিক ১৬ ট্রিলিয়ন ইয়েনের থেকে কম থেকে যাচ্ছে।
বিপরীতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ২০১৯ সাল পর্যন্ত বছরে আনুমানিক ১০০ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এছাড়া কোভিড-১৯ মহামারীর কারণে পিছিয়ে যাওয়া সত্ত্বেও চীন এই ধরনের বিনিয়োগের জন্য প্রতি বছর ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলার বরাদ্দ করে চলেছে।
পূর্বকোণ/এএইচ