চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কক্সবাজার সংবাদদাতা

১৫ জুন, ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ

কক্সবাজার সদরের খুরুশকুলের মধ্যম রাস্তারপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। নিহত বেলাল হোসেন কক্সবাজার সদরের খুরুশকুলের মধ্যম রাস্তারপাড়া এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

 

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

খুরুশকুল ইউপি পরিষদের সাবেক নারী সদস্য সাজেদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতভিটা নিয়ে মোস্তাক ও বেলালের মধ্যে বিরোধ চলছিল। এই কারণে বৃহস্পতিবার ছোট ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বড় ভাই মোস্তাক।

 

স্থানীয়রা জানান, বড় ভাই মুন্সি মোস্তাক আহমদ ও ছোট ছেলে বেলাল হোসেনের মধ্যে জমির বিরোধ নিয়ে কথাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই তার ছোট ভাইকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই হত্যা হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট