চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

শুক্রবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

১৫ জুন, ২০২৩ | ৯:৪১ অপরাহ্ণ

শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১৬ জুন ২০২৩ নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়া ও ষোলশহরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
১৬ জুন ২০২২ (শুক্রবার)
সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিতরণ বিভাগ-পটিয়া এর আওতাধীন শাহমীরপুর ১৩২/৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি টানেল ফিডার এবং ৩৩ কেভি কেইপিজেড।

সকাল ৭টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-ষোলশহর এর আওতাধীন অক্সিজেন ৩৩/১১ কেভি উপকেন্দ্র আরেফিন নগর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ষোলশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্র কে-০৩, কে-০৪, কে-০৭, কে-০৯, কে-১০, কে-১১, কে- ১২, কে-১৩ নং ফিডারের আওতায় কেডিএস গার্মেন্টস হইতে শেরশাহ্ পর্যন্ত। পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর, শান্তিনগর ও পার্শ্ববর্তী এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। আমিন জুট মিলস্ ও আমিন টেক্সটাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, মোমিনবাগ, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, তাহেরাবাদ, আতুরার ডিপো পিয়াজু গলী, রৌফাবাদ সমাজসেবা হতে ফয়েজ টাওয়ার ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। ড্রাইভার কলোনি, বায়েজিদ বোস্তামী (রা.) মাজার, বায়েজিদ আ/এ, বার্মা কলোনি, আরেফিন নগর, তারা গেট, সাউদার্ন ইউনিভার্সিটি, ওমেন ইউনিভার্সিটি ও তৎসংলগ্ন এলাকাসমূহ। সুন্নিয়া মাদ্রাসা রোড, হামজারবাগ, সামার হিল, খ্রিস্টান কবরস্থান ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়া মার্কেট, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন, ও পার্শ্ববর্তী এলাকাসমূহ । ডি.ও.এইচ.এস ও পার্শ্ববর্তী এলাকাসমূহ (আংশিক)। ষোলশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ষোল-০৩, ষোল- ০৫ নং ফিডারের আওতায় বায়েজিদ এলাকা, ক্লিপটন গার্মেন্ট, রেনেস্কো গার্মেন্টস, এম.কে. স্টিল ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। বিসিক বায়েজিদ শিল্প এলাকা, চা-বোর্ড, বায়েজিদ আ/এ ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। আরেফিন নগর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আরিফিন নগর ৩৩ কেভি লাইন নং ফিডারের আওতায় ৩৩ কেভি লাইন। ষোলশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ষোলশহর-অক্সিজেন ৩৩ কেভি লাইন নং ফিডারের আওতায় ৩৩ কেভি লাইন।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

পূর্বকোণ/সাফা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট