চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

পানছড়িতে চলাচলের রাস্তায় দেয়াল, অপসারণ দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি সংবাদদাতা

১৫ জুন, ২০২৩ | ৬:৩০ অপরাহ্ণ

১২ দিনেও জনগণের চলাচলের রাস্তার উপর নির্মিত দেয়াল অপসারণ না হওয়া ও গ্রামবাসীর বিরুদ্ধে করা মামলা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ির পানছড়ির কলাবাগান গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। মামলাটি দায়ের করেছিলেন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

 

বৃহস্পতিবার (১৫ জুন) মাদ্রাসার সামনে এ মানববন্ধন করে তারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- পানছড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আমিন, মাওলানা বাতেন, যুবলীগের সহ-সভাপতি কাদের, ব্যবসায়ী সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাবেক সভাপতি ইমরান হোসাইন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির, মাহফুজ ও মাশরুফ।

 

জানা গেছে, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সৃষ্টির পূর্ব থেকেই মাদাসার সামনের রাস্তাটি গ্রামবাসী নির্বিঘ্নে ব্যবহার করে আসছে। গত ৪ জুন মাদ্রাসা কর্তৃপক্ষ বিনা নোটিশে রাস্তাটিতে দেয়াল তুলে বন্ধ করে দেয়। এতে ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে গ্রামের সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দেন।

 

পূর্বকোণ/জহুর/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট